November 21, 2024, 10:02 am
Headline :
সালথার আটঘরে ধর্মীয় সম্প্রীতি বজায় রাখার লক্ষ্যে সম্প্রীতি সমাবেশ রাজশাহী জেলা পরিষদের সংরক্ষিত নারী সদস্য পদে দোয়া প্রত্যাশী সাজেদা বেগম সালথায় সময়ের প্রত্যাশা পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী পালন তেঁথুলিয়া মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন অনুষ্ঠিত গাজীপুর মিউজিক এসোসিয়েশন এর পুর্নমিলনী ও কমিটি গঠন! সানজানার বাবা রিমান্ডে হিমায়িত খাদ্য পরিবহণ ট্রেনে চিলিং বগি ও ডাকের অন্যান্য গাড়িতে চিলিং ভ্যান চালু করা হবে-ডাক ও টেলি যোগাযোগ মন্ত্রী কালীগঞ্জে একই শাড়িতে স্বামী-স্ত্রীর লাশ বাঘায় এক গৃহবধুর ঝুলন্ত লাশ উদ্ধার সালথায় ৪লক্ষ টাকার নিষিদ্ধ চায়না জাল ধ্বংস

সানজানার বাবা রিমান্ডে

ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ছাত্রী সানজানা মোসাদ্দিকাকে আত্মহত্যার প্ররোচনা দেওয়ার ঘটনায় করা মামলায় অভিযুক্ত বাবা শাহীন ইসলামকে জিজ্ঞাসাবাদের জন্য এক দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। গতকাল বৃহস্পতিবার তাকে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন করে পুলিশ। শুনানি শেষে মহানগর হাকিম শুভ্রা চক্রবর্তী এক দিনের রিমান্ড মঞ্জুর করেন। এর আগে গত বুধবার সকালে ময়মনসিংহের গফরগাঁও থেকে সানজানার বাবা শাহীন ইসলামকে গ্রেপ্তার করে র‌্যাব। গত শনিবার ভবন থেকে পড়ে সানজানার মৃত্যুর পর তার মা আত্মহত্যার প্ররোচনার মামলাটি করেন। মামলার এজাহারে বলা হয়েছে, দক্ষিণখান মোল্লারটেক এলাকার একটি ১২ তলা ভবনের ছাদ থেকে শনিবার দুপুরে লাফিয়ে পড়ে সানজানা আহত হন। তাকে উদ্ধার করে জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (পঙ্গু হাসপাতাল) নিয়ে যান পরিবারের সদস্যরা। সেখানে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। ঘটনাস্থল থেকে একটি চিরকুট উদ্ধার করে পুলিশ। এতে সানজানা তার আত্মহত্যার সিদ্ধান্ত নেওয়ার জন্য বাবাকে দায়ী করেন। সানজানার বাবা শাহীন পাঁচ বছর আগে গোপনে দ্বিতীয় বিয়ে করেন বলে অভিযোগ রয়েছে। বিষয়টি জানাজানি হলে প্রথম স্ত্রী ও সন্তানের সঙ্গে শাহীনের টানাপোড়েন শুরু হয়। সানজানার মা দুই মাস আগে স্বামীকে তালাক দেন। এরপর সানজানার বিশ্ববিদ্যালয়ের সেমিস্টার ফিসহ আনুষঙ্গিক খরচ দেয়া বন্ধ করে দেন শাহীন।



Our Like Page