শনিবার (১৬ই মে) দুপুরে, নগরীর উপশহরে সূর্যের হাসি ক্লিনিকের সামনে প্রতিষ্ঠানটির সিলেট রিজিওনের কর্মীরা এতে অংশ নেন।
এসময় বক্তারা বলেন, সম্প্রতি অজ্ঞাত কারণে সূর্যের হাসি নেটওয়ার্ক সারা দেশের ১৫৮ শাখার সঙ্গে সিলেটের ১৮টি শাখাও বন্ধ করার জন্য বাংলাদেশ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ে আবেদন জমা দেয়া হয়েছে। এতে সিলেটের দুই শতাধিক কর্মী চাকরি হারাতে বসেছেন।
বক্তারা আরও বলেন, প্রতিটি ক্লিনিকে ম্যানেজার, প্যারামিডিক্স, সার্ভিস প্রমোটর, ক্লিনিক এইড, অ্যাকাউন্টেন্ট, অ্যাম্বুলেন্স চালক, নিরাপত্তাকর্মী, ক্লিনারসহ বিভিন্ন পদে মিলে ১৮ জন করে কর্মরত। পদ ভিন্নতায় তারা মাসে ১০ থেকে ৩৩ হাজার টাকা পর্যন্ত বেতন পান। কিন্তু করোনা মহামারির এমন সংকটময় সময়ে কর্মীদের মাঝে দেখা দিয়েছে চাকরি হারানোর শঙ্কা।
এ বিষয়ে মানবিক পদক্ষেপ গ্রহণে উর্ধতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন তারা।