September 16, 2024, 7:40 pm
Headline :
সালথার আটঘরে ধর্মীয় সম্প্রীতি বজায় রাখার লক্ষ্যে সম্প্রীতি সমাবেশ রাজশাহী জেলা পরিষদের সংরক্ষিত নারী সদস্য পদে দোয়া প্রত্যাশী সাজেদা বেগম সালথায় সময়ের প্রত্যাশা পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী পালন তেঁথুলিয়া মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন অনুষ্ঠিত গাজীপুর মিউজিক এসোসিয়েশন এর পুর্নমিলনী ও কমিটি গঠন! সানজানার বাবা রিমান্ডে হিমায়িত খাদ্য পরিবহণ ট্রেনে চিলিং বগি ও ডাকের অন্যান্য গাড়িতে চিলিং ভ্যান চালু করা হবে-ডাক ও টেলি যোগাযোগ মন্ত্রী কালীগঞ্জে একই শাড়িতে স্বামী-স্ত্রীর লাশ বাঘায় এক গৃহবধুর ঝুলন্ত লাশ উদ্ধার সালথায় ৪লক্ষ টাকার নিষিদ্ধ চায়না জাল ধ্বংস

সালথায় পানিতে ডুবে তিন বছরের শিশুর মৃত্যু

সাইফুল ইসলাম, সালথা (ফরিদপুর) প্রতিনিধি:

ফরিদপুরের সালথায় ছোট একটি খাদের মধ্যে ডুবে আব্দুল্লাহ নামের তিন বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (২৭ আগস্ট) সন্ধ্যায় সালথা উপজেলার গট্টি ইউনিয়নের মোড়হাট গ্রামে এ ঘটনা ঘটে। আব্দুল্লাহ ওই গ্রামের ব্যবসায়ী আবুল মাতুব্বরের একমাত্র পুত্র সন্তান। এলাকার কয়েকজন বাসিন্দা, নিহত শিশুর পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, ফরিদপুরে এখন পাটের মৌসুম চলছে, তাই শনিবার সন্ধ্যার আগে শিশু আব্দুল্লাহকে বাড়ির উঠানে রেখে তার মা প্রায় ৩০০ গজ দূরে রাস্থার পাশে থাকা তাদের রোদে শুকানো পাটকাঠির পরিচর্যা করতে যান। কিছু সময় পর এসে শিশুটিকে উঠানে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে বাড়ির পেছনে ছোট একটি খাদের মধ্যে সামান্য পানিতে ভাসছে দেখা যায় আব্দুল্লাহকে। সাথে সাথে প্রতিবেশি ও পরিবারের সদস্যরা শিশুটিকে উদ্ধার করে স্থানীয় সালথা বাজারে চিকিৎসকের কাছে নিয়ে গেলে তিনি শিশুটিকে মৃত ঘোষণা করেন। সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শেখ সাদিক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, শিশুটির পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে পানিতে ডুবে মারা যাওয়া শিশুটির মরাদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ নিয়ে থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।



Our Like Page