টি-টোয়েন্টি বিশ্বকাপের ঠিক আগে ১১ থেকে ১৭ অক্টোবরের মধ্যে তিনটি বিশ ওভারের ম্যাচ দিয়ে আনুষ্ঠানিকভাবে মৌসুম শুরু করবে অস্ট্রেলিয়া। এরপরই খেলবে ঘরের মাঠে বিশ্বকাপ। যদিও করোনার কারণে ১৬ দলের টুর্নামেন্টটি সময়মতো হবে কিনা তা নিয়ে সন্দেহ আছে।
ভারতের সঙ্গে তিনটি ওয়ানডে ছাড়াও চারটি টেস্ট খেলবে অজিরা।
৩রা ডিসেম্বর থেকে প্রথম এবং ১১ ডিসেম্বর থেকে শুরু হবে দ্বিতীয় টেস্ট। এছাড়াও আছে বক্সিং ডে টেস্ট আর পিংক টেস্ট। ক্রিকেট অস্ট্রেলিয়া জানিয়েছে টি-টোয়েন্টি বিশ্বকাপের পর ভারতের সঙ্গে টেস্ট সিরিজ খেলার আগে আফগানিস্তানের সঙ্গেও একটি টেস্ট খেলবে অস্ট্রেলিয়া।