শুক্রবার থিমপার্কটির ব্যবস্থাপনা সংস্থা ওরিয়েন্টাল ল্যান্ড কোম্পানি লিমিটেড এক বিবৃতিতে বিষয়টি জানায়। জাপানে করোনাভাইরাস আতঙ্কে এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে তারা জানায়। কোম্পানিটি জানায়, দেশি-বিদেশি বিপুল পর্যটক সমাগমের কারণে টোকিও ডিজনিল্যান্ড এবং ডিজনিসি দুইটি কেন্দ্রেই করোনাভাইরাস সংক্রমণের আশঙ্কা আছে।
যুক্তরাষ্ট্রের বাইরে প্রথম জাপানে এই থিমপার্ক গড়ে তোলা হয়। উরিয়াসু শহরে ১১৩ একর জায়গার ওপর বিশাল এই পার্কটি প্রতিষ্ঠিত।
এদিকে, জাপানে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ২১৪ জন। এখন পর্যন্ত মারা গেছে ৪ জন। বৃহস্পতিবার মধ্যরাত পর্যন্ত ভাইরাসটিতে সর্বমোট মৃতের সংখ্যা ২৮৫৮ জন, যাদের মধ্যে ৭০ জন ছাড়া বাকি সবাই চীনের নাগরিক। চীনের বাইরে ৫০টিরও বেশি করোনাভাইরাসটি ছড়িয়ে পড়েছে। আক্রান্তের সংখ্যা ৮৩ হাজার ৩৭৩ জন।